ফের দাম বাড়ল পেঁয়াজের, মাথায় হাত আমজনতার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের দাম বাড়ল পেঁয়াজের। করোনা আবহে পেঁয়াজে দাম ক্রমশই উর্দ্ধমুখী। যা মধ্যবিত্ত সমাজকে কাঁদিয়ে ছাড়ছে। এবার খুচরো বাজারে পেঁয়াজের দাম একলাফে বাড়ল ১০টাকা।
করোনা দাপটে একেই মানুষের জীবন বিপর্যস্ত। অর্থনৈতিক অবস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। অনেক মানুষ তাদের চাকরি খুইয়েছেন। এই অবস্থায় ক্রমশই বেড়ে চলেছে আনাজপাতি, শাক সবজির দাম। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠেছে মানুষের জীবনে।
২২ সেপ্টেম্বর পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি। মাত্র এক সপ্তাহেই ২০ টাকা দাম বেড়েছে।
এ বছর পেঁয়াজের উৎপাদন কম। তার উপর করোনা। এই দুইয়ে মিলে শাঁখের করাত। কারণ সড়কপথে পেঁয়াজ পরিবহণে সময় বেশি লাগছে। বর্ষার মরসুমে এতদিন ধরে বস্তাবন্দি থেকে ৪০ শতাংশ পেঁয়াজই পচে যাচ্ছে। এত কিছু মাথায় রেখেই পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল কেন্দ্র।
ব্যবসায়ীরা বলছেন, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজের আমদানি কম। নাসিকে বৃষ্টিতে অধিকাংশ পেঁয়াজ পচে গিয়েছে। তার মধ্যেই পেঁয়াজের মজুতদারি একশ্রেণির অসাধু ব্যবসায়ীর। জোগান কমায় পেঁয়াজের দাম বাড়ছে। ট্রেন বন্ধ থাকায় সড়কপথে পেঁয়াজ পরিবহণ করতে হচ্ছে। তাতে পরিবহণের খরচও বেড়েছে। নভেম্বরে কর্ণাটকে লাল পেঁয়াজ রাজ্যে আসবে।পশ্চিমবঙ্গের উৎপাদিত পেঁয়াজও বাজারে আসবে নভেম্বরে তখন দাম কমবে পেঁয়াজের। আপাতত সেই আশাতেই দিন গুণছে আমজনতা।