আকাশ পথে ক্যানিং পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার সুন্দরবনের বিভিন্ন অঞ্চল আকাশ পথে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে আমফানের তান্ডবে সুন্দরবনের ক্ষয়ক্ষতি এলাকা আকাশ পথে তারা হেলিকপ্টারে পরিদর্শন করেন। ৩ টি হেলিকপ্টার ক্যানিং মহকুমা ক্যানিং-১ ও ২,বাসন্তী, গোসাবা ব্লক গুলিতে পরিদর্শন করে আকাশ পথে। পাশাপাশি কুলতলি ব্লক সহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তারা।
আরও পড়ুন: করোনা আবহে ফের রেপোরেট কমাল আরবিআই
গত ২০ মে দুপুর আড়াইটা থেকে শুরু হয় ঘূর্ণিঝড় আমফানের তান্ডব। যত বেলা বইছে ঝড়ের গতিবেগ বাড়তে শুরু করে।রাত ১০ টার পর থেকে ঘূর্ণিঝড় আমফানের একটু গতি কমতে থাকে। আমফানের তান্ডবে সুন্দরবনের বেশ কিছু নদী বাঁধের ভাঙন ধরে। বাড়ে নদীর জলের উচ্চতা। কয়েক লক্ষ গাছপালা পড়ে যায়। পড়ে যায় বহু ইলেকট্রিক পোল,তার। ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। এদিকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে প্রথমে আকাশ পথে ক্যানিং পরিদর্শন করে বাসন্তী, গোসাবার দিকে রওনা দেয়।