জনপ্রিয় সংগীতশিল্পীর কেকে’র মৃত্যুতে ট্যুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কলকাতায় কনসার্টে যোগ দিতে এসেছিলেন জনপ্রিয় গায়ক কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নথ। তখনও জানতেন না, এই আসাটাই তাঁর শেষ আসা হবে। মঙ্গলবার কনসার্ট থেকে হোটেলে ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর সিড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান বলে খবর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান শিল্পীর আর নেই। মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলে কেকে। কলকাতা শিল্পীর শেষ অনুষ্ঠান যেমন স্মৃতিমেদুর হয়ে থাকবে, আর এই ঘটনা ঠিক ততটাই মনে করিয়ে দেবে লজ্জার কথা। কারণ প্রেক্ষাগৃহে এসি কার্যক্ষমতা, লিমিটের থেকে বেশি লোকের ভিড় নিয়ে নানান প্রশ্ন উঠেছে।
শিল্পীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লেখেন, “সঙ্গীতশিল্পী কেকে-র অকালপ্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর গান প্রতিটি বয়সের মানুষকে কার্যত একটা সুতোয় বেঁধে রেখেছিল।”
প্রধানমন্ত্রীর পাশাপাশি, কেকে-র মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও এক টুইট বার্তায় জানিয়েছেন, কেকে-র মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হল।