fbpx
দেশহেডলাইন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের আত্মনির্ভরতা প্রসঙ্গে সরব প্রধানমন্ত্রী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ভারতের আত্মনির্ভরতার ওপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  রবিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ববাজারে অর্থনীতির কি প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা, নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। রবিবারের এই উচ্চ পর্যায়ের বৈঠকে, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাব পড়ার পাশাপাশি, ‘অপারেশন গঙ্গা’ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও জানতে চান প্রধানমন্ত্রী। তাঁকে উত্তর-পশ্চিমাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ এবং বায়ুসেনার প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানানো হয়।

বৈঠকে ফের একবার ভারতের আত্মনির্ভরতা প্রসঙ্গে জোর দেন প্রধামন্ত্রী। এই যুদ্ধের পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে সমরাস্ত্র নির্মাণের পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর কথায় ভারতকে আত্মনির্ভরতার জন্য জোর দিতে হবে। অর্থনৈতিক ও প্রতিরক্ষা সব ক্ষেত্রেই আত্মনির্ভরতা বাড়াতে হবে।

 

Related Articles

Back to top button
Close