আন্তর্জাতিকহেডলাইন
চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রসঙ্গে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন -ভারত জয়েন্ট কন্সালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকা ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম দশ দিনের মধ্যে হতে পারে।’
দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুই দেশের প্রধানমন্ত্রীর কথা হবে অতিমারি-পরবর্তী বিশ্বে সহযোগিতা নিয়েও।