পদত্যাগ করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী! জোর জল্পনা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরই মাঝে এবার শোনা যাচ্ছে যে তিনি শীঘ্রই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। অন্তত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে।
এও জানা যাচ্ছে, শুক্রবার একটি সাংবাদিক সন্মেলন করবেন প্রধানমন্ত্রী আবে। সূত্রের খবর, আবে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। তাঁর ধারনা, আবের শারীরিক অবস্থা গম্ভীরজনক। আর এর কারণে দেশের নেতৃত্বের ওপর ভারি প্রভাব ফেলতে পারে। তাই তাঁর এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
Japanese Prime Minister Shinzo Abe (File Pic) is set to resign, says local media, adding that he wanted to avoid causing problems to the government due to a worsening of his chronic health condition: Reuters pic.twitter.com/YazCU2m78j
— ANI (@ANI) August 28, 2020
আরও পড়ুন: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে টুইটে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, এর আগে দীর্ঘ সময় ধরে আলসারেটিভ কোলাইটিসের কারণে অসুস্থ ছিলেন প্রধানমন্ত্রী শিনজো। প্রসঙ্গত, গত মঙ্গলবারই প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ সহযোগী সংবাদসংস্থা রয়টার্সকে জানায়, প্রধানমন্ত্রী হয়তো মেয়াদ পুরো করবেন না।
আরও পড়ুন: কেনিয়ায় ফাইবার গ্লাসের দুর্গা ও লক্ষ্মী প্রতিমা
২০২১-র সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকার কথা রয়েছে শিনজোর। তবে অসুস্থতার কারণে তার আগেই সরে যেতে চাইছেন প্রধানমন্ত্রী।