
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বিশ্বের দরবারে ভারতের উদ্ভাবনী শক্তিকে তুলে ধরতে আজ সেমিকন ইন্ডিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ এপ্রিল থেকে ১ মে চলবে এই অনুষ্ঠান। আজ এই বিশেষ অনুষ্ঠানে সূচনা করবেন প্রধানমন্ত্রী। ভারত বিশ্বের দরবারে তুলে ধরতে চিপ ডিজাইন ও উৎপাদনের আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এক কেন্দ্র সহায়তা করবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।