fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনায় মৃত পানিহাটির পুরপ্রশাসকের দেহ নিয়ে মিছিল, বিতর্ক তুঙ্গে

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: করোনায় মৃতদেহ নিয়ে রীতিমত শোক মিছিল পানিহাটির রাস্তায়। এ যেন তেন মৃতদেহ নয়। পানিহাটির পুরপ্রশাসক বলে কথা। তাও আবার বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ভাই। যেখানে করোনার মৃতদেহ সাধারণের হাতে দেওয়া হয়না, সেখানে পুরপ্রশাসক স্বপন ঘোষের দেহ নিয়ে পানিহাটির রাস্তায় শোকমিছিল হল। এমনকি পুরসভা ও তাঁর বাড়িতেও মৃতদেহ নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে কলকাতার এক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পানিহাটির প্রাক্তন পুরপ্রধান স্বপন ঘোষ।

বুধবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় তাঁর পজিটিভ রিপোর্ট আসে। প্রয়াত তৃনমূল নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন প্রচুর কর্মী অনুরাগী। শোক মিছিলের সামনের সারিতে ছিলেন বিধায়ক নির্মল ঘোষ। যথেষ্ট পুলিশ ছিল। এভাবে করোনায় মৃত ব্যক্তির দেহ নিয়ে শোক মিছিলকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের জন্য সরকারি সুরক্ষা বিধি বলবৎ। অথচ শাসকদলের একজন কেউকেটা হওয়াতেই কী সাতখুন মাফ? প্রশ্ন পানিহাটি জুড়ে।

Related Articles

Back to top button
Close