fbpx
পশ্চিমবঙ্গশিক্ষা-কর্মজীবনহেডলাইন

প্রবীণ শিক্ষাবিদের স্মৃতির উদ্দেশ্য যৌনপল্লীর শিশুদের শিক্ষার সামগ্রী প্রদান

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শিল্পাঞ্চলের প্রবীণ শিক্ষাবিদ তথা আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক সদ্য প্রয়াত কালিদাসদের স্মৃতির উদ্দেশ্যে বৃহস্পতিবার পরিবারের তরফে আসানসোলের সীতারামপুরের লছিপুর যৌনপল্লীতে দিশা জনকল্যাণ কেন্দ্র ও অন্যান্য কয়েকটি স্কুলের অভাবি পড়ুয়াদের হাতে খাতা, পেনসিল সহ পড়ার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া এদিন দুপুরে পড়ুয়াদের খাবারের ব্যবস্থাও করেন৷ মেনুতে ছিল মাংস ভাত৷

এদিন পড়ুয়াদের সামনে প্রয়াত কালিদাসদের বহুমুখী প্রতিভা ও শিক্ষার ক্ষেত্রে অবদান নিয়ে তার দুই ছেলে ডঃ জয়ন্ত দে, অরিজিৎ দে ও পুত্রবধূ রিমা বিশ্বাস ছাড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র শিক্ষক বিশ্বনাথ মিত্র স্মৃতিচারণা করেন।

ডঃ জয়ন্ত দে বলেন, আমার বাবা আজীবন ছাত্রদের ছেলের মতো স্নেহ করতেন।তার আদর্শকে তুলে ধরার জন্যই দুঃস্থ পড়ুয়াদের পাশে এভাবে দাঁড়াতে পেরে আমরা গর্ববোধ করছি৷

উল্লেখ্য, এই জনকল্যাণ কেন্দ্রে পড়ুয়াদের জন্য বিভিন্ন মানুষের সাহায্যে প্রতিদিন কমিউনিটি কিচেন চলছে গত একমাসেরও বেশি সময় ধরে। এর সঙ্গে এদিন ক্ষুদে পড়ুয়া সুমন, রোহিত ঝুমারা খাতা, পেনসিল পেয়ে খুব খুশি।

আসানসোল ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেণ্ডারি স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন, এদিন প্রায় ১১০ জনেরও বেশি পড়ুয়াদের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে। ছিলেন বেশ কয়েকজন অভিভাবকও৷এদিন খাবার রান্না করা সহ সব কাজ স্বেচ্ছায় সামাল দেন রজনী দাস, প্রসেনজিৎ দাস, অতনু চক্রবর্তী, অরূপ ধররা। এছাড়াও উপস্থিত ছিলেন কালিদাসদের আত্মীয় মানব সরকার, অশোক দে প্রমুখরা।

Related Articles

Back to top button
Close