সংক্রমণ রুখতে টানা ১২ দিন পুরুলিয়া পৌরসভার দফতর বন্ধ থাকবে, সিদ্ধান্ত পুর কর্তৃপক্ষের
সাথী প্রামাণিক, পুরুলিয়া: সংক্রমণের আশঙ্কায় টানা ১২ দিন পুরুলিয়া পৌরসভা বন্ধ থাকার সিদ্ধান্ত। এক কর্মীর কোভিড-১৯ পজিটিভ দেখা দিতেই সতর্কতামূলক এই ব্যবস্থা নিয়েছে পুরকর্তৃপক্ষ। মঙ্গলবার থেকেই বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। যদিও বিষয়টি নিয়ে মাইকিং বা জনপ্রচার করা হয়নি। পুরসভার হয়ে প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য বৈদ্যনাথ মন্ডল জানান, ‘এক কর্মীর দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসায় আমরা সতর্কতামূলক এই ব্যবস্থা গ্রহণ করি। পুরসভার সমস্ত বিভাগ বন্ধ থাকলেও জরুরি পরিষেবা পরিষেবা সচল থাকবে।’
আরও পড়ুন:রামমন্দির ঘিরে গোটা বিশ্বে ঐক্যবদ্ধ হচ্ছে হিন্দুরা!
আজ ৪৬ জন পুর কর্মীর লালারস নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর সবারই ফল নেগেটিভ আসে। কর্মীদের স্বস্তির নিঃশ্বাস পড়লেও কোনও রকম ঝুঁকি নিচ্ছে না পুর কর্তৃপক্ষ। তবে, জরুরি পরিষেবার মধ্যে থাকা পানীয় জল সরবরাহ, জঞ্জাল ও সাফাই এবং বিদ্যুৎ বিভাগ সচল থাকবে বলে জানানো হয়েছে।