fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে তৈরি হওয়া করোনা আতঙ্কের মধ্যেই বার বার ভূমিকম্পে কেঁপে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত। ফলে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার ভূমিকম্প হয়েছিল মুম্বইয়ে পশ্চিম প্রান্তে। আজ রবিবার ফের ভূমিকম্পে কাঁপল নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
ন্যাশনাল সেন্টার ফর সিসলোমলজি’র পক্ষ থেকে জানা গেছে, সকাল ৬টা ৩৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ৮২ কিলোমিটার। তবে কোনও বড় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও সকালে ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। সকাল সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্প হয়েছে। বিগত কয়েকমাস ধরে পর পর কেঁপে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত। এর আগে দিল্লি, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, ছত্তিশগঢ়ে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন:দার্জিলিং জেলায় পাঁচজন সমাজ গড়ার কারিগরের হাতে শিক্ষারত্ন তুলে দিলেন জেলা শাসক

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের উত্তর পূর্ব প্রান্ত। মধ্যরাত ২ টো ২৯ নাগাদ কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
এর আগে অগস্টে ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। আগস্টে পশ্চিমবঙ্গে দুর্গাপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়ায় ভূমিকম্প হয়।

Related Articles

Back to top button
Close