রানি দেহ স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে বাকিংহাম প্যালেসে এসে পৌঁছেছে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বের রাষ্ট্রনেতাদের তার শেষকৃত্যে যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই রানির দেহ স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে বাকিংহাম প্যালেসে পৌঁছেছে। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কনভয় বাকিংহাম প্যালেসে পৌঁছায়।
রানির কফিন এডিনবার্গ থেকে সামরিক একটি বিমানে করে লন্ডনে পৌঁছায়। রানির মরদেহ গ্রহণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রীসহ আরো অনেকে। রানির মরদেহ বহনকারী গাড়ি আসার খবরে বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসের সড়কের দুই পাশে বহু মানুষ অপেক্ষায় ছিলেন। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানান তাঁরা। বিমানবন্দর থেকে বাকিংহাম প্যালেসের দূরত্ব ১৪ মাইল। পুরো পথের দুই ধারেই মানুষের ব্যাপক ভিড় ছিল বলে জানিয়েছে বিবিসি।
বাকিংহাম প্যালেসে পৌঁছালে রানির কফিন গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উইলিয়াম ও হ্যারিসহ রাজ পরিবারের সদস্যরা।
এর আগে সোমবার এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ। ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছরে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ।