ভেঙ্গে পড়ে আছে ৩১/সি জাতীয় সড়কের রেলিং গার্ড, উদাসীন কর্তৃপক্ষ

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের অন্যতম বানিজ্যকেন্দ্র বারোবিশার বুক চিরে চলে গিয়েছে চার লেনের একত্রিশ /সি জাতীয় সড়ক। বিভিন্ন রাজ্যের পন্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী যানবাহন চলাচল করে এই সড়কে। চার লেনের সড়কের দুপাশ।বরাবর স্থানীয় যানবাহন চলাচলের জন্য রয়েছে সার্ভিস রোড। জাতীয় সড়ক ও সার্ভিস রোডের বিভাজন করে লাগানো রয়েছে হার্ড এলুমিনিয়াম এর তৈরি রেলিং গার্ড। দুর্ঘটনা রুখতে লাগানো এই রেলিং গার্ডগুলো জায়গায় জায়গায় ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, সারানোর কোনো উদ্যোগ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এলাকার সমাজসেবী রতন চন্দ্র পন্ডিত, বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা সহ অনেকেই জানান জাতীয় সড়ক লাগোয়া বারোবিশা বাজার এলাকাটিকে পুলিশ প্রশাসন দুর্ঘটনা প্রবন এলাকা হিসাবে ঘোষণা করেছে।
আরও পড়ুন : CAA-এর সমর্থনে পথসভা অশোকনগরে
অতীতে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় প্রানহানির ঘটনা ও ঘটেছে। রেলিং গার্ড থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কে বারবার রেলিং গার্ড গুলি লাগানোর দাবি জানানো হলেও সেগুলো লাগানো বা সারাই এর কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নিচ্ছেনা। দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন রেলিং গার্ড গুলি লাগানো ও সারাই এর জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।