fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

লোকাল চললে ভিড় নিয়ন্ত্রণে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর প্রস্তাব রেলবোর্ডের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো চলার বিষয়ে সবুজ সংকেত দিলেও শহরতলির লোকাল ট্রেন চালানোর বিষয়ে এখনও ছাড়পত্র মেলেনি। কিন্তু যাত্রী পরিষেবা চালু করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে রেল। তবে যাত্রী সংখ্যায় রাশ টানা নিয়েই চিন্তা তাদের। যাত্রী ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম এক লাফে বাড়িয়ে ৫০ টাকা করার পরিকল্পনা নিয়েছে রেল বোর্ড।
রেল সূত্রে খবর, গত সপ্তাহে ভার্চুয়াল মিটিংয়ে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব প্রস্তাব দেন প্ল্যাটফর্মে অহেতুক ভিড় এড়াতে প্ল্যাটফর্মের টিকিটের মূল্য ৫০ টাকা করা হবে। পূর্ব রেলের ডিআরএম ইশাক খান জানিয়েছেন, বোর্ডের নির্দেশ পেলে নতুন ভাড়া কার্যকর হবে।

পূর্ব রেলের জনৈক আধিকারিক জানান, হাওড়া ডিভিশনে ২০ টি ব্যস্ত স্টেশন রয়েছে, শিয়ালদা ডিভিশনের নানা শাখায় প্রায় তিন ডজন ব্যস্ত স্টেশন রয়েছে। দুই ডিভিশন মিলিয়ে প্রায় পৌনে ১ কোটি যাত্রী রোজ যাতায়াত করেন। যদি ২৫ শতাংশ ট্রেনও চলে তাহলে হাওড়ায় ৪২ জোড়া ও শিয়ালদায় ১৯২ জোড়া ট্রেন চালাতে হবে। শহরতলির ট্রেনগুলোতে ভিড় আরও বাড়িয়ে তোলেন হকাররা। ফলে অপ্রয়োজনীয় ভিড় রুখতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: অনলাইনে এফআইডিই দাবা অলিম্পিয়াডে যুগ্ম বিজয়ী ভারত ও রাশিয়া

করোনা পরিস্থিতিতে লকডাউন পর্বে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্য পরিবহণ ও পরিকাঠামোগত উন্নয়ণের কাজ অব্যাহত রয়েছে। সম্প্রতি শিয়ালদা ডিভিশনের ডি আর এম এস.পি. সিং জানান, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৩২২০ টন জরুরী পণ্য পৌঁছে দেওয়া হয়েছে পার্সেল এক্সপ্রেসের মাধ্যমে। তিনি আরও জানান, শিয়ালদা স্টেশনে ফ‌্যামিলি শপিং মল, এগজিকিউটিভ লাউঞ্জ, হেলথ কিয়স্ক, স্যানিটাইজার ভেণ্ডিঙ মেশিন বসানো হয়েছে। শিয়ালদা স্টেশনের সৌন্দর্য্যায়ণ প্রসঙ্গে তিনি বলেন, প্ল্যাটফর্মের দেওয়াল অলঙ্করণ, রিটেয়ারিং রুম, ডরমেটরিকে আন্তর্জাতিক বিমানবন্দরের মানে উন্নীত করা হয়েছে। সব মিলিয়ে যাত্রী পরিষেবা শুরু হলে যাতে সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়া যায় সেদিকে কোন ত্রুটি রাখেনি পূর্ব রেল।

Related Articles

Back to top button
Close