fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

রেলকে বেসরকারিকরণ করা হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন রেলমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রেল বেসরকারিকরণ হয়ে যাবে বলে যখন দিকে দিকে বিক্ষোভ কর্মসূচী চলছে, তখনই রেলমন্ত্রী পীযুষ গয়ালের একটি টুইট সেই বিক্ষোভ কিছুটা প্রশমিত করল। ‘রেলের বেসরকারিকরণ হবে না’ বলে বড়সড় ঘোষণা করলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী একটি টুইটের মাধ্যমে জানিয়ে দেন যে, এখনই বেসকারিকরণ করা হচ্ছে না রেলের। তিনি টুইটের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বেসরকারি সংস্থার  হাতে এখনই তুল্কে দেওয়া হচ্ছে না রেলকে। এখন যেমন চলছে, সেভাবেই চলবে রেল পরিষেবা। ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে বলে জানান তিনি।

[আরও পড়ুন- চেহারা বদল করেও শেষরক্ষা হলনা, গ্রেফতার গ্যাংস্টার বিকাশ দুবে]

উল্লেখ্য, বেসরকারি বিনিয়োগের জন্য সুযোগ দিয়েছে রেল। সেখানে ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ট্রেন চালানোর জন্য ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এই অত্যাধুনিক ট্রেনগুলিতে অন্তত ১৬টি করে কোচ থাকবে। ১৬০ কিলোমিটার বেগে চলতে পারবে এই ট্রেনগুলি। যেখানে যেমন চাহিদা থাকবে, সেখানে তেমন ট্রেন চলবে। রেল মন্ত্রকের লক্ষ্য, রেলের প্রযুক্তিগত মানে উন্নয়ণ ঘটানো। কিন্ত কোনওভাবেই রেলের পরিষেবাকে ব্যাহত করবে না রেলমন্ত্রক বলে জানিয়ে দেন রেলমন্ত্রী।

 

Related Articles

Back to top button
Close