
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কিছুটা হলেও স্বস্তি। সুস্থতার পারদ উর্দ্ধমুখী। ক্রমশই সুস্থতার দিকে হাঁটছে দেশ। গতকাল সংক্রমণের হার কমেছিল। আজ আরও কমল সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৪৬৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯।
আরও পড়ুন:হাথরাস কাণ্ডে আজ ‘নজরদারি’ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জনের। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ টি। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭২ লক্ষ ১ হাজার ৭০ জন। দেশে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ১০,৪৪,৮৯৪। আইসিএমআর জানিয়েছে, সোমবার পরীক্ষা হয়েছে ৯,৫৮,১১৬টি নমুনা।
করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।