পদ যাওয়ার আসল কারণ আলটপকা মন্তব্য? বলির পাঁঠা বানানো হল, মনে করছেন দিলীপ অনুগামীরা

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কিন্তু সেই দায় কি শুধুমাত্র সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের? রাজ্য সভাপতির পদ যাওয়ার পর এমন প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষের অনুগামীরা। তাঁদের স্পষ্ট কথা, দিলীপ ঘোষকে বলির পাঁঠা করা হয়েছে। কি কারণে এমন কথা বলছেন তাঁরা? তাঁদের যুক্তি একটাই, বিধানসভা নির্বাচনে প্রচারের পুরোপুরি দায়িত্ব কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজের কাঁধে নিয়েছিলেন। এরপর ব্যর্থ হলে তার দায় শুধু দিলীপ নেবেন কেন? এই প্রশ্ন করছেন তাঁরা। শুধু তাই নয়, দিলীপ অনুগামীরা বলছেন তাঁর হাত ধরেই রাজ্য বিজেপি আজ একটা বলার মতো জায়গায় পৌঁছেছে। সেই অংশ মনে করছেন, এখনও পর্যন্ত রাজ্য সভাপতি হিসেবে পারফরমেন্সের নিরিখে দিলীপ ঘোষ ‘অল টাইম গ্রেট’। এমন নজরকাড়া সাফল্য অতীতে কোনও রাজ্য সভাপতির নেই।
তবে রাজনৈতিক মহল মনে করছে বিভিন্ন সময় দিলীপ যে ভাষায় কথা বলেছেন, নানা আলটপকা মন্তব্য করেছেন, তাতে অখুশি ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর সঙ্গেও দিলীপের সম্পর্ক একেবারেই ভাল ছিল না। রাজনীতির কারবারিরা মনে করছেন, কিছু ক্ষেত্রে দিলীপের জন্য সংগঠনের ক্ষতি হয়েছে। পাল্টা ‘গ্রুপ’ তৈরি হয়েছে। যদিও দিলীপ অনুগামীরা মনে করছেন এই যুক্তি ঠিক নয়। বঙ্গ বিজেপি আজ যে উচ্চতায় পৌঁছেছে, তার পুরো কৃতিত্ব দিলীপের। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল শুধু তাঁর জন্যই। রাজ্য সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর দিলীপকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।