নদীর বাঁধ ভেঙে ঘরের মধ্য নোনা জল, পা পিছলে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: নদীর বাঁধ ভেঙে ঘরের মধ্য নোনা জল, পা পিছলে পড়ে মৃত্যু প্রৌঢ়ের। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের ঘটনা। মৃতের নাম নিরঞ্জন পাত্র(৫৪)। ঘরের মধ্যে বিদ্যাধরী নদীর নোনা জল ঢুকে পড়ায় ঘরের আসবাবপত্র অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট পান নিরঞ্জনবাবু। প্রথমে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল তারপরে বসিরহাট জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। অবস্থার ক্রমশ অবনতি হলে সেখান থেকে নিরঞ্জনবাবুকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোররাতে মৃত্যু হয় নিরঞ্জন পাত্রের।
এদিকে নিম্নচাপের জেরে মিনাখা়ঁ ও হাড়োয়া বিদ্যেধরী নদীর একদিকে বাঁধ ভেঙে যায় অন্যদিকে নদীর জল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ফলে বহু জায়গায় এখনও নোনা জল জমে রয়েছে। একদিকে কৃষিজমি অন্যদিকে মেছোঘেরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরঞ্জন পাত্রের মৃত্যুর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাড়োয়া ও টালা থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।