fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কালনা আদালতের জিআরও বিভাগে ফের ছাদের চাঙর ভাঙায় দফতর স্থানান্তরের দাবি

সংবাদদাতা, কালনা: ১৩ ই জুলাই এর পর ফের ১৩ ই আগষ্ট। গত মাসের ১৩ তারিখে ছাদের চাঙর ভেঙে জখম হয়েছিলেন এক মহিলা পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ার। এরপর ফের ১৩ আগস্ট  কালনা আদালতের জিআরও বিভাগের ছাদ ভেঙে পড়ে। তড়িঘড়ি ছুটে আসেন প্রশাসনিক কর্তারা। অবিলম্বে এই ঘর পরিবর্তন করার দাবি জানিয়েছেন কালনা আদালতের সমস্ত আইনজীবী সহ কর্মীরা। দীর্ঘদিনের পুরানো একটি ঘরে গুরুত্বপূর্ণ সব নথি রাখা রয়েছে। সেখানেই বিপত্তি ঘটে। যে কোন সময় বড়সড় বিপদ ঘটতে পারে। ১৩ ই আগষ্ট ফের ছাদের চাঙর ভেঙে পড়ায়  আতঙ্ক কর্মচারী মহলে।

[আরও পড়ুন- কৃষি মেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা] 

আগামী সপ্তাহে মঙ্গলবার ও বুধবার আদালতের কাজ হবে। তার পরবর্তী সপ্তাহ থেকে মঙ্গলবার ও শুক্রবার হবে আদালতে কাজ বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু জিআরও বিভাগের এই অবস্থায় আতঙ্কিত সকলেই। কালনা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা জজ সহ মহকুমাশাসকের কাছে ফের জানানো হচ্ছে হস্তক্ষেপের জন‍্য বলে জানিয়েছেন আইনজীবী পার্থসারথী কর।

 

Related Articles

Back to top button
Close