
অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বহুদিন ধরেই বাইরে কারও সঙ্গে কথা বলছিলেন না নিঃসন্তান বৃদ্ধ দম্পতি। মঙ্গলবার সকালে মিত্র দম্পতির ঘর থেকে দুর্গন্ধ পাওয়ায় পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। আর তারপরেই উদ্ধার হল বৃদ্ধ দম্পতির পচাগলা দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গিরিশ পার্ক এলাকার রামদুলাল সরকার স্ট্রিটে। জানা গিয়েছে, মৃত দম্পতির নাম বিশ্বজিৎ মিত্র ও শিপ্রা মিত্র।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁরা রামদুলাল সরকার স্ট্রিটের একটি আবাসনে থাকতেন। কিন্তু মাঝেমধ্যেই তারা বের হতেন না। শেষ কয়েকদিন ধরে ওই দম্পতির দেখা পাওয়া যায়নি। প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে মিত্র দম্পতির ফ্ল্যাট থেকে মঙ্গলবার সকালে তীব্র দুর্গন্ধ পেয়ে খারাপ কিছু সন্দেহ করেন। খবর দেওয়া হয় গিরিশ পার্ক থানায়। আর তাদের আশঙ্কা সত্যি করেই উদ্ধার হয় বৃদ্ধ দম্পতির পচা-গলা দেহ। দেহ দুটি উদ্ধার করে আরজিকর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন- পাখির চোখ একুশ, ডিসেম্বরের গোড়ায় বাংলায় আসতে পারেন নাড্ডা
কি কারণে ওই দম্পতির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। মৃতদের সঙ্গে ওই ফ্ল্যাটে আর কেউ থাকতেন কি না, কারও যাতায়াত ছিল কি না, তা জানার চেষ্টা করছে গিরিশ পার্ক থানা। তবে এটি খুন নয় বলেই মনে হচ্ছে পুলিশের। প্রাথমিকভাবে দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘরে কোনও সুইসাইড-নোট মেলেনি।