বেতন বাড়তে পারে পুর স্বাস্থ্য কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুরসভার স্বাস্থ্য কর্মীদের বেতন বাড়তে চলেছে। এমনকি তাদের অবসরকালীন বেশ কিছু সুবিধেও দিতে চলেছে রাজ্য সরকার। তবে পুরোটাই এখন প্রাথমিক আলোচনা স্তরে রয়েছে। এই বিষয়টি এখন অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তাঁর বিচারাধীন রয়েছে। অর্থ মন্ত্রক থেকে অনুমোদন মিললেই বিষয়টা চূড়ান্ত হবে।
শুক্রবারই নিজেদের বেতন বৃদ্ধির দাবিতে নবান্ন অভিযান করেছিলেন স্বাস্থ্য কর্মীরা। সেখানে তাঁদের দাবি ছিল, স্থায়ীকরণ সহ তাঁদের কর্মজীবন বাড়িয়ে ৬৫ বছর পর্যন্ত করতে হবে।
এরপরেই বিষয়টি নিয়ে নরে চড়ে বসে পুর কর্তৃপক্ষ। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান , বেতন বৃদ্ধি করা হবে এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হবে । বিষয়টি কার্যকর করার জন্য আর্থিক অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে । তবে অবশ্য অবসরকালীন বয়স ৬৫ বছর করা হবে কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি