রাজ্যের নির্দেশিকা মেনেই খুলে গেল স্কুল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষা অবসান। খুলে গেল স্কুল। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ৩ তারিখ থেকে খুলল স্কুল। খুশি অভিভাবক থেকে পড়ুয়ারা। এদিন স্কুল গুলিতে কোভিডবিধি মেনেই প্রবেশ করা দেখা যায়। নির্দেশিকায় আগেই জানানো হয়েছিল, স্কুলের নির্দিষ্ট সময়ের একঘন্টা আগে আসতে হবে, পড়ুয়াদের। কোভিড প্রোটোকল মেনেই স্যানিটাইজেশন ও থার্মাল গানের মাধ্যমে শরীরে তাপমাত্রা দেখে নেওয়া হয়। মাস্ক পরতে হবে সকলকেই।
সপ্তাহে ৬ দিন ক্লাস, অর্থাৎ সোম থেকে শনিবার ক্লাস হবে। তবে স্কুলে আসার জন্য জোর করা যাবে না, এমনটা আগেই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। সরকারি স্কুলের পাশাপাশি খুলেছে, বেসরকারি স্কুলগুলিও। অষ্টম থেকে দ্বাদশ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস সশরীরে চালু হবে। প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’।