লোকসভার নিরিখে দ্বিতীয় বিজেপি,সংখ্যালঘু অধ্যুষিত চাপড়া বিধানসভায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

মোকতার হোসেন মন্ডল, কলকাতা: ২০১৯ লোকসভা ভোটের নিরিখে নদিয়া জেলার চাপড়া বিধানসভায় বিজেপি দ্বিতীয় হলেও আগামী ২০২১ সালের নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে। তবে উনিশের ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস বহু ভোটে এগিয়ে আছে।
জেলা সদর কৃষ্ণনগর থেকে ৩০ মিনিট দূরে চাপড়া। মূলত গ্রামীন এলাকা। এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। মুসলিম ছাড়াও যথেষ্ট সংখ্যক খ্রিস্টান আছে। মতুয়া,এসসি সম্প্রদায়ের মানুষের সংখ্যাও কম নয়। স্বাধীনতার পর বরাবরই বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছে। তবে চাপড়া ছিল সিপিএমের শক্তঘাটি। নদিয়া জেলায় একেবারে করিমপুর,তেহট্ট, পলাশীপাড়া থেকে চাপড়া পর্যন্ত এক চেটিয়া আধিপত্য ছিল বামেদের। কিন্তু ২০১১ সালে চাপড়ায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস।
সেই সময় কলকাতার তিলজলার রিজওয়ানূর রহমান ও প্রিয়াঙ্কার বিবাহ,অশোক তোডি ও বামফ্রন্ট সরকারের সম্পর্ক, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের আন্দোলনের পর রাজ্যে রিজ ইস্যু ব্যাপক চর্চিত হয়। রিজওয়ানূর রহমানের মৃত্যুর পর পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রিজের ভাইকে চাপড়া কেন্দ্রে প্রার্থী করে সংখ্যালঘু ভোট টানার চেষ্টা করেন তৃণমূল নেত্রী। পরপর দুইবার জয়ী হন রিজের ভাই রুকবাণুর রহমান।
২০১৬ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রুকবানূর রহমান ৮৯৫৫৬ ভোট পেয়ে জয়ী হন। সিপিএমের সামসুল ইসলাম মোল্লা ৭৬০৯৩ ও বিজেপির সুতীর্থ চক্রবর্তী ১৪৮৮৭ ভোট পেয়েছিলেন।
[আরও পড়ুন- ‘রবীন্দ্রনাথ আবেগের নাম’, উপাচার্যের ‘বহিরাগত’ মন্তব্যে ব্যথিত অনুপম হাজরা]
কিন্তু ২০১৯ লোকসভায় তৃণমূল কংগ্রেস ষোলোর চেয়ে বেশি ভোট পায়। চাপড়ার মানুষ তৃণমূলকে ১০৪৯৭৫ ভোট দেয়। তবে ষোলোতে দ্বিতীয় থাকা সিপিএমকে সরিয়ে উনিশে দ্বিতীয় হয় বিজেপি। চাপড়ায় গেরুয়াশিবির ৫৫৬০৩ ভোট পায়। আর সিপিএম ২০৩২৪ ও
কংগ্রেস ৮১৭৮ ভোট পায়। তবে লোকসভার নিরিখে বহু ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সমীর রুদ্র এই প্রতিবেদককে জানান, তৃণমূল অনেকটা এগিয়ে। তবে মূল লড়াই হবে বাম-কংগ্রেস জোটের সঙ্গে।
বিজেপির এক জেলাস্তরের নেতাও চাপড়ায় জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী নন। তবে তিনি বলেন, ওখানে ভালো লড়াই হবে। লোকসভায় দ্বিতীয় ছিল, একুশেও দল ভালো লড়াই দেবে।
কিন্তু অনেকে বলছেন, বাম-কংগ্রেস ফের শক্তিশালী হচ্ছে। ফলে একুশে তারাও লড়াই দিতে তৈরি। তৃণমূল নেতৃত্ব বলছে, তারাই ফের বিপুল ভোটে জিতবে। চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন অসুস্থ, কোভিড হয়েছিল। চাপড়ায় গেলে রাজনীতি নিয়ে কথা বলবো।
কিন্তু ষোলোর বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভার ফল দেখলে চাপড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সব দিক দিয়ে এগিয়ে। তবে দলে গোষ্ঠী দ্বন্দ্ব আছে,সেটা অবশ্য নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে স্থানীয় অনেকে জানাচ্ছেন। এদিকে বাম-কংগ্রেস ও বিজেপিও জেতার জন্য তৈরি। ফলে একুশের নির্বাচনে জমজমাট ভোট লড়াই হতে যাচ্ছে চাপড়ায়।
২০১৬ বিধানসভার ফল
তৃণমূল কংগ্রেস: ৮৯৫৫৬
সিপিএম: ৭৬০৯৩
বিজেপি: ১৪৮৮৭
২০১৯ লোকসভার ফল
তৃণমূল: ১০৪৯৭৫
বিজেপি:৫৫৬০৩
সিপিএম:২০৩২৪
কংগ্রেস:৮১৭৮