fbpx
কলকাতাহেডলাইন

বাড়িতে আচমকা অজানা ব্যক্তির প্রবেশে বাড়ানো হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে গোপনে এক অচেনা অজানা ব্যক্তির ঢুকে পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কখন তিনি বাড়িতে ঢুকে পড়েছেন তা জানা না গেলেও বিষয়টা রবিবার সকালে জানা যায়। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। প্রথমেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর চোখে পড়ে বিষয়টি। তার পরেই ওই অপরিচিত ব্যক্তিকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় বা কী উদ্দেশ্যে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন তা জানা যায়নি।

কিভাবে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছিলেন, সেটাও অজানা।

তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এক ব্যক্তি সন্দেহজনক উদ্দেশ্যে কোনোভাবে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। ঘটনায় বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর জন্য জেড ক্যাটাগরির সুরক্ষা রয়েছে। বাড়ির চারিদিকেই থাকেন নিরাপত্তা রক্ষীরা। ওই এলাকায় অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে বলেও জানা গেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কেন কী কারণে ওই ব্যক্তি আচমকা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল, কোনও অসৎ উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তি ভারসাম্যহীন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button
Close