পশ্চিমবঙ্গহেডলাইন
পোস্ট অফিসে সঠিকভাবে মিলছেনা পরিষেবা, হয়রানি হতে হচ্ছে গ্রাহকদের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: পোস্ট অফিসে সঠিকভাবে মিলছেনা পরিষেবা, হয়রানি হতে হচ্ছে গ্রাহকদের। পোস্ট অফিসে আসা চিঠি বা পার্সেল কোন কিছুই ঠিকমতো বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে না। বরং ফোন করেই গ্রাহকদের পোস্ট অফিসে আসতে বলা হচ্ছে। সেখানে পোস্ট অফিস কর্মীদের গা ছাড়া মনোভাবের ফলে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা।
[আরও পড়ুন- হালিশহরে কালিকাতলা পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন]
এমনই অভিযোগ উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর পোস্ট অফিসের। তারই করনে ওই এলাকার মানুষ বিক্ষোভ দেখান। গ্রাহক থেকে সাধারণ মানুষ, বৃহস্পতিবার দুপুর গলায় প্লাকার্ড ঝুলিয়ে, পোস্ট অফিসের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি আমরা পরিষেবা যেন ঠিকমতন পাই। অকারণে আমাদেরকে পোস্ট অফিসের কর্মীরা হয়রানি করছে। পোস্ট অফিস ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।