fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ফের গুলির শব্দে কাঁপছে ভূস্বর্গ, নিকেশ ২ জঙ্গি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর। সেনার হাতে নিকেশ ২ জঙ্গি। শনিবার কুলগাম জেলার ওয়ানপোরা এলাকায় শুরু হয় গুলির লড়াই। সেনার ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে। আর্মি, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ একত্রে এই এই অপারেশন চালাচ্ছে। এখনও সার্চ অপারেশন চালাচ্ছে বাহিনী।

চলতি মাসেই শ্রীনগরের কানেমাজার নাওয়াকাডাল এলাকায় চলেছিল সেনা জঙ্গি এনকাউন্টার। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিএসএনএল পোস্টপেইড ছাড়া মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ফোনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারও আগে চলতি মাসের প্রথম দিকে জম্মু কাশ্মীরের অবন্তিপোরাউ শারশালি এলাকায় চলেছিল এনকাউন্টার।

জম্মু কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী একসঙ্গে এই যৌথ অভিযান চালায়। জঙ্গিদের গুলির পালটা জবাব দেয় সেনা। সেই গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। এপ্রিলের শেষের দিকে জম্মু কাশ্মীরের সোপিয়ানে সারা রাত ধরে এনকাউন্টার চালায় ভারতীয় সেনা। সেই অভিযানে নিকেশ করা হয় দুই জঙ্গিকে।

Related Articles

Back to top button
Close