
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার মারণ করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্ত । জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, রয়েছেন হোম আইসোলেশনে।
আরও পড়ুন: ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
জানা গিয়েছে, জ্ঞানচন্দ্রের পাশাপাশি তাঁর পিএ এবং বিধানসভার ৬ জন সদস্যও করোনায় আক্রান্ত। অন্যদিকে এদিনই হরিয়ানার ইন্দ্রির বিধায়ক রাজকুমার কাশ্যপ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন তাঁর করোনা টেস্টের রিপোর্ট আসে আর সেখানেই জানা যায় বিধায়কের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া সোমবার হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ করোনা টেস্ট করান। চিকিৎসকরা তাঁর স্যাম্পেল নিয়েছেন।
Haryana Assembly Speaker Gian Chand Gupta has tested positive for COVID-19. He is in home isolation and his health is stable: Panchkula Civil Surgeon Jasjeet Kaur pic.twitter.com/yMlkKj4gRW
— ANI (@ANI) August 24, 2020