
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ত্রাণ বিলিতেও রাজনীতি করছে রাজ্য, এমন অভিযোগ তুলে ফের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল। পাশাপাশি, আমফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পাশাপাশি কোমর বেঁধে নেমেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও । তাই সোমবার টুইটে স্বেচ্ছাসেবী, সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর ।
এদিনও ত্রাণ বিলি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারকে কাঠগড়ায় তোলেন রাজ্যপাল। এই সংকটকালেও ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে, ফের এমনই অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন রাজনীতি দূরে সরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর। প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপালের, সম্পর্ক কোনওদিন সুমধুর ছিল না। বারবার বিভিন্ন প্রসঙ্গে রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল। পালটা দিয়েছে রাজ্যও।
আরও পড়ুন: বাস বাড়লেও, সকাল থেকে দুর্ভোগে নিত্যযাত্রীরা
পাশাপাশি সুন্দরবনবাসীর পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। খাবার থেকে শুরু করে, বাঘ তাড়াতে হ্যারিকেন, সাধ্য মতো সব কিছু ব্যবস্থাই করেছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতেই সোমবার টুইটে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন ধনকড়। স্বেচ্ছাসেবী সংস্থা ছাড়াও যারা ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন তাঁদেরও ধন্যবাদ জানান তিনি।