দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গড়ে তুলছে তৎপর রাজ্য, ভাঙড়ে চলছে জমি দেখার কাজ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষ বিমান বন্দরের চাপ কমাতে এবার দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির চিন্তা-ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে নবান্নের তরফে। দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গড়ে তুলতে ভাঙড়ে চলছে জমি দেখার কাজ। নবান্ন জমি দেখার নির্দেশ দিয়েছে। নবান্নের এই নির্দেশের সূত্র ধরেই এই কথা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র। সূত্রের খবর, বোয়িং ৭৭৭-এর মতো বড় বিমান যাতে অবতরণ করতে পারে সেই রকমই বিমানবন্দর তৈরি হবে। সেই পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্য সরকার এমনিতেই পুরুলিয়ার ছররাতে একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে রাজ্যের বন্ধ বিমানবন্দরগুলি নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
১৯৯৫ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃত নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিমানবন্দরটি নামকরণ হয়। তার আগে এটি দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল। ১৯২৪ সালে এই বিমানবন্দরটির উদ্বোধন হয়। কলকাতা বিমানবন্দরটি ভারতের পুরনো বিমানবন্দরগুলির মধ্যে একটি। এই বিমানবন্দরটি ১,৬৪১ একর (৬৬৪ হেক্টর) এলাকা জুড়ে বিস্তৃত।