
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পর্যটন শিল্পের প্রসার ঘটাতে এবার হোম স্টে নিয়ে চিন্তাভাবনা শুরু করল রাজ্য সরকার। হোম স্টে পরিষেবাকে এক নম্বর স্থানে নিয়ে আসার জন্য তিন মাস সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যসচিত এইচ কে দ্বিবেদী।
সূত্রে খবর, এখনও বেশ কিছু কিছু জেলা যেখানে কোনও হোম স্টে নেই। সেখানে হোম স্টে গড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পর্যটন নিয়ে একটি বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যসচিব। সেখানে গোটা বিষয়টি নিয়ে যে রাজ্য সরকার বিশেষ চিন্তাভাবনা করছে সেটি তুলে ধরা হয়। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যেই হোম স্টে সংক্রান্ত যে জমি সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলতে হবে। এই মর্মে তিনি জেলা শাসকদের নির্দেশ দেন। পর্যটনমুখী এলাকায় স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত বিভিন্ন রকম স্টল গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় হোম স্টে পরিষেবা যথেষ্ঠ জনপ্রিয়। ছোট ছোট গ্রামগুলিকে ঘিরেও তারা খুব সুন্দর হোম স্টে পরিষেবা দিয়ে থাকে। এবার পুরুলিয়া, বাঁকুড়ার মতো পর্যটনকেন্দ্রগুলিতেও হোম স্টে পরিষেবা শুরু করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।