fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

নতুন জাতীয় সড়ক পাচ্ছে রাজ্য, কেন্দ্রের ভারত মালা প্রকল্পে একসূত্রে বাঁধা পড়বে এই তিন জেলা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: নতুন জাতীয় সড়ক পাচ্ছে রাজ্য। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ এই তিন জেলা একসূত্রে বাঁধতে এবার জোরকদমে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ফলে রাজ্যের মাথায় নতুন পালক। এবার বসিরহাট থেকে জঙ্গিপুরে পৌঁছে যাওয়া যাবে খুব সময়ে।

ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে এই রাস্তা বানাতে চায় কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সীমান্ত এলাকা বরাবর দীর্ঘ ৩১৮ কিমি রাস্তা তৈরি করতে জমি অধিগ্রহণের সে অর্থে সমস্যা হবে না। তবে কার্যত সীমানার গা ঘেঁষে নিয়ে যাওয়া এই সড়ক নির্মাণ ঘিরে একদিকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় অন্যদিকে আগামীদিনে ভারত বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের বিষয় আরও গভীর হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কেন্দ্র সরকারের ভারত মালা প্রকল্পে এই নতুন জাতীয় সড়ক পেতে চলেছে রাজ্য। এই রাস্তার ৩১২ নম্বর জাতীয় সড়ক হিসেবে নামকরণ হবে। চার লেনের তৈরি এই সড়ক পথের মোট দৈর্ঘ্য হবে ৩১৮ কিমি।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণের ওয়েবসাইটে এই সড়কের কাজ করতে চেয়ে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হবে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। বনগাঁ থেকে চলে যাবে কৃষ্ণনগর। সেখান থেকে চাপড়া। এরপর তেহট্ট হয়ে করিমপুর যাবে জাতীয় সড়ক। এরপর রাস্তা যাবে মূর্শিদাবাদ জেলায়। ডোমকল, বহরমপুর, মূর্শিদাবাদ, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা হয়ে রাস্তা চলে যাবে জঙ্গিপুর পর্যন্ত।

একাধিক ইস্যুতে আটকে যায় এই প্রকল্প। ২০১৭ সালে এই জাতীয় সড়কের উদ্যোগ নেওয়া হলেও তা এগোয়নি। এবার সেই কাজ কর্মসূচীর বাস্তবের রূপ পেতে চলেছে। একেবারে বাংলাদেশ সীমান্তের পাশ দিয়ে এই জাতীয় সড়ক তৈরি করতে চায় কেন্দ্র।

Related Articles

Back to top button
Close