
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল চলা দ্বন্দ্ব কমানোর চেষ্টা রাজ্যপালের। গত কয়েকদিন এবিষয়ে রাজভবনের সঙ্গে তিক্ততা বেড়েছিল রাজভবনের। এবার সেই বিষটি নিয়েই মুখ খুললেন রাজ্যপাল। সাংবাদিক বৈঠক করে এই বিতর্ক নিয়েই মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। এ বিষয়ে ইতিমধ্যেই তাঁর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। ধনকর বলেন, ‘এখন শিক্ষাক্ষেত্রে বিতর্কের সময় নয়। এই ধরনের বিতর্ক পড়ুয়াদের উপকারে আসবে না। রাজ্যের সঙ্গে কাঁঝে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে চাই।’
মুখ্যমন্ত্রীর সঙ্গে আমিও মনে করি এ ধরনের বিতর্ক অবাঞ্ছিত। সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাত্পর্যপূর্ণ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও আলোচনা করতে চাই। রাজনীতির ঊর্ধ্বে উঠে আলোচনা করতে চাই। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। এমন একটা প্রক্রিয়া তৈরি করতে চাই যাতে উপাচার্যরা সঠিকভাবে কাজ করতে পারেন। সহ উপাচার্য বিতর্ককে আমি বোতলবন্দি করে দিয়েছি। পুরো বিষয় মুখ্যমন্ত্রীর বিবেকের উপর ছেড়ে দিয়েছি।’
আরও পড়ুন: পরিযায়ীদের পিএম কেয়ার ফান্ড থেকে দেওয়া হোক ১০ হাজার টাকা, আবেদন মমতার
দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে বুধবার কিছুটা হলেও সুর বদল করেছেন তিনি। রাজ্য সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথাও বলেন ধনকড়। তিনি বলেন, ‘কোভিড ১৯, পরিযায়ী শ্রমিক এবং আমফান নিয়ে রাজ্য বিব্রত। আমফানে রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য এখন কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজ্যবাসীর জন্য ভাবা সাংবিধানিক কর্তব্য। রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে চাই। এই সংকটে রাজ্য-কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে। এখন সম্প্রীতি রক্ষা করে চলতে হবে।’ রাজ্যের এই পরিস্থিতিতে গত ১৫ দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার ফোনে কথা হয়েছে বলেও জানান তিনি।