জেরা শুরুর পর থেকেই অসুস্থ রাজ্যের মন্ত্রী, একাধিক শারীরিক সমস্যা নিয়ে SSKM-এ পার্থ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: জেরা শুরু হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ১৯ ঘন্টা জেরার পর শুক্রবার মধ্যরাতে গ্রেফতার হন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। মোট ২৭ ঘন্টা জেরার পর তাকে প্রথমে ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা পর ব্যাঙ্কশাল আদালতে তোলে হয়। সেখানে ইডি রাজ্যের মন্ত্রীকে দুদিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দেয় আদালত। আপাতত দুদিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই আদালতেই গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরেই তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। ইডির তরফে কমান্ড হাসপাতালের আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত এসএসকেএম-ই শিলমোহর দেয় আদালত। শনিবার বিকেলের দিকে তাকে এসএসকেএম-নিয়ে আসা হয়। গাড়ি থেকে নামার পরেই রাজ্যের মন্ত্রীকে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ১৪দিনের জন্য হেফাজতে চেয়েছিল ইডি। কিন্তু দু দিনের বেশ হেফাজত দিতে রাজি হয়নি আদালাত।
১৪ জায়গায় তল্লাশি চালানো হয় যার মধ্যে দুটি জায়গা সন্দেহজনক ছিল। এর মধ্যে একটি অভিযুক্ত পার্থর বাড়ি অন্যটি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রা, ৭৯ লাখ টাকা মূল্যের গয়না ও ২০টি মোবাইল।
অর্থ উদ্ধার মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।