
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার ২১ ফেব্রুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি দফতর ও স্কুলে এই ছুটি থাকবে। দুপুর ২টো থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে।
সাধন পান্ডের মরদেহ রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে তাঁর দেহ নিয়ে আসা হবে তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। রবিবার রাতে সেখানেই শায়িত থাকবে তাঁর দেহ। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকর এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
রবিবার মুম্বইতে জীবনাবসান হয় তাঁর। গত ৩ দিনে সাধনবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
এই বর্ষীয়ান তৃণমূল নেতার মৃত্যু শোকপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমাদের সিনিয়র সহকর্মী, দলের নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইয়ে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে আমার তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’