অমিত শাহের বঙ্গসফরকে কেন্দ্র করে রাজ্যব্যাপী উৎসবের আবহ

শ্যামলকান্তি বিশ্বাস, নদিয়া: দুদিনের রাজনৈতিক সফরে আজ রাতের কলকাতায় পা রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজনীতির চানক্য অমিত শাহ। কলকাতায় রাত্রি যাপন করে আগামী কাল রাঢ় বঙ্গে দলীয় কর্মসূচি সেরে পুনরায় শুক্রবার কলকাতায় সাংগঠনিক বৈঠকে দলের নেতাকর্মীদের কি ভোকাল টনিক খাওয়ানোর পাশাপাশি নতুন নির্দেশিকা দেন, সে দিকেই তাকিয়ে গোটা রাজ্য। তাছাড়া ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দুদিনের সাংগঠনিক সভার মধ্য দিয়ে রাজ্যবাসীকে কি দিশা দেখান, সেই সন্ধিক্ষণের অপেক্ষায় রাজ্যের উৎসুক জনগণ।
আরও পড়ুন: দুদিনের বাংলা সফরে শাহ,ভোজন করবেন আদিবাসী- মতুয়া বাড়িতে
সংকীর্ণ রাজনীতির বেড়াজাল থেকে বাংলাকে মুক্ত করতে ইতিমধ্যেই বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের শাসক বিরোধী প্রধান প্রতিপক্ষ বিজেপি। দলের একটাই লক্ষ ২০২১ এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বাংলায় নতুন সূর্যের উদয় ঘটানো, গেরুয়া আবহে রাজ্যের সব জনগনকে স্বচ্ছ বাংলা উপহারের স্বপ্নে বিভোর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে রাজ্যে সাংগঠনিক স্তরে একের পর এক চমক তার ই বহিঃপ্রকাশ। রাজ্যের শাসক তৃণমূলের সীমাহীন অত্যাচারে বাংলার মানুষ বীতশ্রদ্ধ। রাজনৈতিক খুন, শ্লীলতাহানি, বিরোধীদের কন্ঠরোধ, পুলিশ কে দিয়ে দলীয় ক্যাডারের কাজ করানো, সরকারি অনুদানে দলীয় স্বজনপোষণ, রাজ্যের মানুষ আর এ সমস্ত নোংরামি পছন্দ করেছে না, ফলে রাজ্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজনৈতিক পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এবং সেক্ষেত্রে বিজেপি হয়তো বঙ্গবাসীকে সেই ভরসা দিতে পারবে বলে রাজ্যবাসীর বিশ্বাস।