২১ মে থেকে রাজ্যের খুলবে বড় দোকান, শ্রমিকদের জন্য আরও ১১৫টা ট্রেন চাইব, নবান্নে মুখ্যমন্ত্রী
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই রাজ্যে লকডাউন চলবে। আমরা এটা মানব। লকডাউনে রাজ্য কোন পথে চলবে তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন সকলের সঙ্গে। এদিন তা ঘোষণা করা হল। রাজ্যের সামনে এই মুহূর্তে তিনটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম হচ্ছে করোনা। দ্বিতীয়ত পরিযায়ী শ্রমিক। তৃতীয়ত আমপান ঝড়। সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে বৈঠক হচ্ছে। শুধুমাত্র রেসিডেন্সিশিয়াল কমিশনারকে ডেকে নেওয়া হয়েছে। এটা অসৌজন্যমূলক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে। আমপান নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।রাতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে উল্লেখযোগ্যভাবে নাইট কার্ফুর কথা বলা হয়েছে। কিন্তু এরাজ্যে কি সেই কার্ফু জারি থাকবে, পাশাপাশি, আজ থেকে রাজ্যে কী কী পরিষেবা খুলবে, এক নজরে তা দেখে নেওয়া যাক
- কন্টেনমেন্ট জোন বলে একটা জোন করা হয়েছে। বুথভিত্তিক ভাবে ভাগ করা হয়েছে। কন্টেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, অ্যাফেক্টেড জোন, দ্বিতীয়ত, বাফার জোন ও তৃতীয়ত ক্লিন জোন। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- খেলা চলবে, তবে জমায়েত নয়, বললেন মুখ্যমন্ত্রী।
- ২৭ মে থেকে অটো চলবে। তবে দু’জন করে যাত্রী থাকবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- বেসরকারি বাসও চালাতে অনুরোধ করব। বেসরকারি বাসমালিকদের অনুরোধ মমতার।
- বিভিন্ন জেলার মধ্যে সরকারি বাস চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- এক দিন অন্তর সরকারি অফিস খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট, বললেন মমতা।
- ২১ মে থেকে সব বড় দোকান খুলবে।
- কন্টেনমেন্ট ছাড়া সব এলাকায় বড় দোকান খুলবে।নিজেরা নিজেদের জন্য না ভাবলে লকডাউন করলেও কিছু হবে না।
- জিনিসপত্র লেনদেনের সময় গ্লাভস পড়ে নিতে হবে। না হলে সংক্রমণ হতে পারে। মাক্স পড়া মানে একজন অন্যজনকে সম্মান দিচ্ছে। এটা করা উচিত।
- আম্ফান নিয়ে মিটিং প্রটোকল মেনে মিটিং-এ ডেকে করা হয়নি, ডাকা হয়েছে, এটা অসৌজন্য।
- বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে ভাল না রাখার জন্য নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
- যদি কেউ ফিরে না যায় পরিযায়ীরা তাহলে আমি খুশি হব। কিন্তু মিডিয়ার লোকেরও চাকরি চলে যাচ্ছে।
- ওটা একটা অশ্বডিম্ব। বিগ জিরো। না আছে রাজভোগ, না আছে রসগোল্লা, না আছে জিলিপি আছে অনলি কাঁচকলা। টাকা চাই না, ওরকম টাকা চাই না। ওদের কথা মেনে বিদ্যুৎ দিতে পারব না, পিডিএস সিস্টেম দিতে পারব না।
- আমরা পাব মাত্র সাড়ে তিন শতাংশ। তার বেশি পাব না। শর্ত মানব না, মাথা উঁচু করে থাকব। তাতে টাকা না পেলে পাব না।
আরও পড়ুন: নবান্নে শিবরাজের চিঠি, শ্রমিকদের ফেরাতে মমতাকে অনুরোধ
- রসগোল্লা, রাজভোগ, বিরিয়ানী, বোঁদে, মিহিজাম চারদিন ধরে পেলেন।
- আম্ফানের জন্য ২৪ ঘণ্টা ওয়ার রুম খোলা হচ্ছে, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব নিয়মিত যোগাযোগে থাকবেন।
- কেপিসি মেডিকেল কলেজ সরকার নিয়ে কাজ করবে। কাল থেকে শুরু হয়ে যাবে এই কাজ।
- নার্স নিয়ে আমি চিন্তিত। মুখ্যসচিবকে কথা বলতে বলেছি হাসপাতালের সঙ্গে, স্থানীয় লোকেদের কাজে নিতে হবে।
- ২-৩ দিনের মধ্যে আরও ১১৫টা ট্রেন চাইব। তাহলে প্রায় ২৫০ ট্রেন রাজ্যে আসবে।
- আমাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। আমরা ১২০ টা ট্রেন ইতিমধ্যেই দিয়েছে অর্ডার।
- এর মধ্যে ১৬টা ট্রেন রাজ্যে এসেছে, কয়েক লক্ষ লোক এসে গিয়েছে।
- বাংলায় এসেছে প্রায় তিন লক্ষ লোক বাইরে থেকে এসেছে, প্রচুর লোক এসেছে। রাজনীতি করবেন না। দয়া করে সহায়তা করুন।
- রমজান ঘরে বসেই করবেন। যাতে কেউ কোনও বদনাম করতে না পারে, তাই বাড়িতেই রমজান পালন করুন।
- সেলুন, বিউটি পার্লার খুলবে তবে নিয়ম মেনে করতে হবে। তবে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কাঁচি ও অন্য জিনিস ব্যবহার করতে হবে। খেলা হবে রাজ্যে, তবে লোক ঢুকবে না।
- অন্তঃরাজ্য বাস চলবে ২১ তারিখ থেকে। অটো ২ জন করে নেবে ২৭ তারিখ থেকে। এটা নিয়ে পুলিশ মিটিং করে করবে।
- সরকারি-বেসরকারি অফিস ৫০ শতাংশ দিন চলবে। অর্থাৎ একদিন অন্তর অন্তর অফিস খুলবে। হোটেল সোশ্যাল ডিসটেন্সিং মেনে খোলা হবে, তবে রেস্তোরাঁ খুলবে না।