fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুশান্ত সিং রাজপুতের মূর্তি তৈরি করলেন আসানসোলের মোম শিল্পী সুশান্ত রায়

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: মুম্বাইয়ে আবাসন থেকে তিন মাস আগে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। তার মৃত্যু আত্মহত্যা না খুন সেই রহস্যের কিনারা এখনও হয়নি। তারমধ্যে সুশান্ত সিংয়ের মোমের মূর্তি উন্মোচন হল আসানসোলে। আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় প্রয়াত অভিনেতার মোমের মূর্তি তৈরি করছেন। সেই মোমের মূর্তি শিল্পীর ওয়াক্স মিউজিয়ামে রাখা হয়েছে। বৃহস্পতিবার মহালয়ার সকালে ছোট্ট অনুষ্ঠানে সুশান্তর মূর্তিটি উন্মোচন করা হয়।

মহালয়ায় দেবীপক্ষের সূচনার মতো একটা দিনে আসানসোলে সুশান্ত সিং রাজপুতকে দেখলেন শহরবাসী। একই চেহারা ও উচ্চতায় অমলিন মুখের হাসি শিল্পী সুশান্ত রায় নিপুনভাবে তুলে ধরেছেন তার শিল্পকর্মের মধ্য দিয়ে। একটি চেয়ারের সামনে হাত দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে সুশান্ত। সেই চেয়ারে বসে কেউ ছবি তুলছেন। কেউ বা তুলছেন সেলফি। সাদা টি শার্ট উপরে বোতাম খোলা। পড়নে ডেনিম জ্যাকেট। আনসেভ কিন্তু ট্রিমিং করা রাফ অ্যান্ড টাফ দাড়িতে ব্যাকব্রাশ চুল। মনে হবে চোখের সামনে সত্যিই দাঁড়িয়ে আছে সুশান্ত ।

শিল্পী সুশান্ত রায় বলেন, ” ধোনি দ্য আনটোল্ড স্টোরি” দেখার পরে আমি এই অভিনেতার গুনমুগ্ধ হয়ে পড়ি। আমার মেয়েও সুশান্ত সিংয়ের খুব বড় ভক্ত। কিন্তু হঠাৎ তার মৃত্যুতে আমরা সবাই খুব কষ্ট পাই। তারপরেই অভিনেতাকে স্মৃতিতে রাখতে ও তার প্রতি সম্মান জানাতে মোমের মূর্তিটি তৈরি করার কথা ভাবি। গত দেড় মাসেরর বেশি সময়ের চেষ্টায় ৫ ফুট ১০ ইঞ্চির এই মূর্তিটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। শিল্পী বলেন, দেশবাসীর সঙ্গে আমিও চাই তার অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক।

উল্লেখ্য, আসানসোলের মোম শিল্পী সুশান্ত রায় এর আগে বহু বিখ্যাত ব্যক্তিত্বর মোমের মূর্তি তৈরি করেছেন। কলকাতার নিউটাউনে মাদার তুসোর ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোমের মূর্তি তারই হাতের তৈরি। রাজস্থানের ওয়াক্স মিউজিয়ামেও তার তৈরি মূর্তি রয়েছে। ইতিমধ্যেই তিনি জ্যোতি বসু, অমিতাভ বচ্চন, প্রনব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কপিল দেব, শচীন তেন্ডুলকর , সৌরভ গাঙ্গুলি , করুণানিধি, ফুটবলার শৈলেন মান্না, উত্তম কুমার, সূচিত্রা সেন, মান্না দে, রোনাল্ডো, মারাদোনা সহ বহু লোকের মূর্তি তৈরি করেছেন। আসানসোলের মহিশীলা কলোনীতে তার নিজস্ব ওয়াক্স মিউজিয়ামে অনেক মূর্তি রয়েছে। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু, কপিল দেব, শচীনের পাশেই এবার শোভা পাবে সুশান্ত সিং রাজপুতের মূর্তি।

Related Articles

Back to top button
Close