fbpx
কলকাতাহেডলাইন

ধর্মঘটের কর্মসূচী একনজরে….

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের মতো বিভিন্ন সংগঠন।

কলকাতায় সেই ধর্মঘটের কর্মসূচী একনজরে….

১.দমদম মেট্রোর কাছে জমায়েত,কনীনিকা ঘোষ থাকবেন। সকাল ৬.৩০মি।

২. যাদবপুর ৮বি, সকাল ৬.৩০মি প্রথম মিছিল। বাম পরিষদীয় দলনেতা আসবেন সকাল ৮টায়।

৩. সেন্ট্রাল মেট্রোর জমায়েত ফ.ব-র সকাল ৯টায়।

৪. কেন্দ্রীয় জমায়েত ও মিছিল, এন্টালি মার্কেট ১০.৩০টা নাগাদ।

৫.গোলপার্ক,গড়িয়াহাটে জমায়েত,রাসবিহারী মোড়ে মিছিল,সকাল ৯টায়।

৬.শ্যামবাজার,ধর্মতলা, হাজরায় এসইউসিআইয়ের মিছিল,সকাল ১০টায়।

৭. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের জমায়েত থাকবে।

Related Articles

Back to top button
Close