fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

১৪ বছর আগের হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে দিল রেল পুলিশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়সড় সাফল্য পেল রেল পুলিশ।১৪ বছর আগের হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে দিল রেল পুলিশ। লোকাল ট্রেনে হারিয়ে গিয়েছিল ওই মানিব্যাগ। মানিব্যাগে ছিল ৯০০ টাকা। এই টাকার মধ্যে একটি পুরনো ৫০০ টাকার নোটও ছিল। ২০০৬ সালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনান্স থেকে পনবেল পর্যন্ত যাওয়ার জন্য লোকাল ট্রেনে চেপেছিলেন হেমন্ত নামে এক ব্যক্তি। ট্রেনের মধ্যেই পকেটমারদের খপ্পরে পড়ে সে। রেল পুলিশে অভিযোগ জানায় হেমন্ত। এরপর কেটে যায় দীর্ঘ ১৪ বছর। গত এপ্রিল মাসে জিআরপি অফিস থেকে ফোন কল পান হেমন্ত। ফোনে তাঁকে জানানো হয়, ২০০৬ সালে তাঁর হারিয়ে যাওয়া মানিব্যাগ পাওয়া গিয়েছে। এপ্রিল মাসে লকদাউনের কারণে তিনি সেই মানিব্যাগ ফেরত আনতে যেতে পারেননি।

[আরও পড়ুন- ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮]

এই মানিব্যাগ ফেরত পাওয়ার পর হেমন্ত রেল পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানিয়েছেন যে, আমার ওই ব্যাগে ৯০০ টাকা ছিল। কিন্তু পুলিশ আমাকে ২০০ টাকা ফেরত দিয়েছে। ১০০ টাকা স্ট্যাম্প পেপারের কাজের জন্য কাটা হয়েছে। পুরনো ৫০০ টাকা বদলানো সম্ভব হলে নতুন ৫০০ টাকার নোট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে,  যে ব্যক্তি হেমন্তের মানিব্যাগ চুরি করেছিল তাঁকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল।

 

Related Articles

Back to top button
Close