রোদ ঝলমলে আকাশ, হালকা ঠান্ডার আমেজ… তবে কি এসে গেল শীত!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আর রোদের সেই তেজ নেই। সকালের দিকে হালকা ঠান্ডার আমেজ। আকাশ রোদ ঝলমলে। ত্বকেও যেন হালকা টান টান ভাব। তবে কি পারদ নামতে শুরু করল এবার!
দশমীতে ঠাকুর জলে পড়তেই ঝলমলিয়ে রোদ উঠেছে দক্ষিনবঙ্গে। মেঘ মুক্ত আকাশের দেখা মিলছে মূলত সোমবার থেকেই। মঙ্গলবার তা আরও স্পষ্ট। তবে রোদ উঠলেও কোথাও যেন ঠাণ্ডা ভাব রয়েছে বাতাসে। দক্ষিণবঙ্গের সকালের দিকের আবহাওয়া সেই তথ্যই দিচ্ছে। পাশাপাশি একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এর অভিমুখ কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: হাথরাস কাণ্ডে আজ ‘নজরদারি’ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এবছর বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, অন্যান্য বছরের তুলনায় এবছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের পারদও বেশি নামবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার অপেক্ষায় রাজ্যবাসী।