
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের গলব্লাডারে অস্ত্রোপচার হলো । অস্ত্রোপচার সফল হয়েছে, তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত বুধবার হঠাৎ যন্ত্রণা শুরু হয় বিজেপি নেতা মুকুল রায়ের। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। এখন ভাল আছেন মুকুলবাবু। মুকুল রায়ের অসুস্থতার কথা কাউকে জানানো হয়নি। সূত্রের খবর, মুকুল রায়কে দেখতে হাসপাতালে ভিড় জমাতেন অনুগামীরা। কোভিড পরিস্থিতিতে তা চাননি মুকুলবাবু। সে কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এ দিন দিল্লি থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে ঘনঘন ফোন এসেছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।