রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ, ঘোষণা রাজ্যের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পুজোর আগেই খুলে যাচ্ছে কলকাতার ব্যস্ততম টালা ব্রিজ। সদ্য দায়িত্ব পেয়েই এই কথা জানালেন পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই টালা ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মন্ত্রী। ফলে রাজ্যে এই ঘোষণা সাধারণ মানুষের কাছে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে। টালা ব্রিজ কলকাতার ব্যস্ততম সেতুগুলির মধ্যে একটি। বহু মানুষের যাতায়াত ছিল এই রাস্তায়।
ফলে ২০২০ সালের ৩১ জানুয়ারি যখন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হয়েছিল। এবার ভোগান্তি কমতে চলেছে মানুষের। ব্রিজ মেরামতির কাজ কিছুটা স্তব্ধ হয়ে যায়। তবে এবার খুলে যাচ্ছে ৮০০ মিটার লম্বা ৪ লেনের টালা ব্রিজ। তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।
পূর্তমন্ত্রী পুলক রায় বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। জনসাধারণের কথা মাথায় রেখে এই ব্রিজ তড়িঘড়ি খুল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ১ লা বৈশাখে ব্রিজ খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ায় সেই কাজ পিছিয়ে যায়।