পশ্চিমবঙ্গহেডলাইন
দুর্গাপুরে ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

জয়দেব লাহা, দুর্গাপুর: স্নান করতে নেমে ক্যানেলে তলিয়ে গেল এক কিশোর। সোমবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর বীরভানপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম করন বাসফোরে (১৫)। তার বাড়ি ডিপিএল টাউনশিপের আমবাগান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন ময়লা ক্যানেলে এদিন করন ও তার তিনজন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে করন ক্যানেলের জলে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই তড়িঘড়ি জলে তল্লাশি শুরু হয়। এবং খবর দেয় পুলিশে।
স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় জল থেকে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।