fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ফলপ্রসূ হল না, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ এই নিয়ে তৃতীয়বার, তাও যুদ্ধ শেষ নিয়ে কোনও আশারবাণী শোনাতে পারলেন না কেউই। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন উপদেষ্টা জানিয়েছেন, মানবিক করিডোরগুলোর ব্যবস্থা নিয়ে কিছু ‘ছোট ইতিবাচক’ অগ্রগতি হয়েছে।

রাশিয়ার টিভিতে সম্প্রচারিত মন্তব্যে ক্রেমলিনের একজন সহযোগী বলেছেন, বেলারুশের আলোচনা তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই বলেছে, আলোচনা চলবে।

এর আগে দুদলের প্রতিনিধিরা বেলারুশে স্থানীয় সময় বিকেলে বৈঠকে বসেন। আলোচনা শুরুর আগে ইউক্রেনীয় দলের প্রধান মিখাইলো পোদোলিয়াক বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।

এদিকে ন্যাটো দেশ তুরস্কের বৃহস্পতিবার মধ্যস্থতায় রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন বলে সোমবার জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসগলু। অন্য একটি বৈঠকের ফাঁকে তারা বসবেন।

ইতিমধ্যেই এদিকে ইউক্রেন রাশিয়ার শর্ত মেনে নিলে যেকোনও মুহূর্তে হামলা বন্ধ করবে মস্কো। এই কথা জানিয়েছেন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পেসকভ বলেছেন, প্রথমত, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়ত, লুহানস্ক ও দোনেত্স্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে। তৃতীয়ত, ইউক্রেনকে অবশ্যই তার সংবিধানে পরিবর্তন আনতে হবে এবং কোনও ধরনের জোটে (যেমন ন্যাটো) যোগদানের অভিপ্রায় থেকে সরে আসতে হবে।

 

 

Related Articles

Back to top button
Close