পশ্চিমবঙ্গহেডলাইন
করোনা আবহে বাতিল ঐতিহ্যবাহী পাগলারহাট কালীবাড়ির মেলা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে বাতিল করা হল ঐতিহ্যবাহী পাগলারহাট কালীবাড়ীর কালীপুজোর মেলা। কুমারগ্রাম ব্লকের পাগলারহাট কালীমন্দিরের পুজো ও মেলা শতাব্দী প্রাচীন।
আরও পড়ুন: আমিই কিন্তু জিতব, আগামী সপ্তাহেই চমক দেখবে আমেরিকা, দাবি ট্রাম্পের
পাগলারহাট কালীবাড়ী স্থায়ী কমিটির সম্পাদক দেবকুমার দাস জানান, করোনা আবহে সরকারি ও মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে এবছর মেলা বাতিল করা হলেও স্থায়ী মন্দিরে করোনা বিধি মেনে কালীমায়ের পুজো হবে। মেলার মুক্তমঞ্চে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর বাতিল করা হয়েছে। পুজোর রাতে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে। মায়ের পুজোয় এবছর মহাভোগের আয়োজন থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন হবে। ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের জন্য মন্দির কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশি ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।