
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পরিস্থিতিতে শহরতলির লোকালসহ অন্যান্য ট্রেন চলাচল বন্ধ। যাত্রীবাহী ট্রেনের মধ্যে চলছে শুধু স্পেশাল ট্রেন। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে অক্টোবর মাসে আরও ৮০ টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রেলের। প্রত্যেক বছর উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় বাড়ছে। বিশেষ করে দশেরা, নবরাত্রি, দেওয়ালি, ভাইফোঁটা, ছটের মতো উৎসবের আগে ট্রেনের চাহিদা বাড়ে।
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে দলে ভাঙন বিজেপির
ইতিমধ্যেই সেপ্টেম্বর থেকে ৮০ টি স্পেশাল ও ৪০টি ক্লোন ট্রেনের ঘোষণা করেছে রেল। ২১ সেপ্টেম্বর থেকে ক্লোন ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। প্রথমবার ভারতীয় রেলের ইতিহাসে যেসব রুটে চাহিদা আছে সেইসব রুটে ক্লোন ট্রেন চালানো হচ্ছে। দশেরা, দেওয়ালি, ছটের সময় বহু মানুষ বাড়ি ফিরতে চান। যেসব স্পেশাল ট্রেন চলাচল করছে সেগুলির ওয়েটিং লিস্টের তালিকা ১০০ পেরিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রী চাপের কথা ভেবে উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালানোর ভাবনায় রেল। শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়া যাবে বলে আশাবাদী তারা।