ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পর পর প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপাল। ভূমিধস, বন্যা, ভূমিকম্প একের পর এক ঘটনা ঘটেই চলেছে।এবার ফের ভূমিকম্পের কবলে নেপাল। বুধবার ভোর ৫টা নাগাদ এই কম্পন অনভূত হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ৫.৪।
ভোর ৫টা বেজে ৪ মিনিট ৭ সেকেন্ডে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্রের নাম রামচে। উপকেন্দ্রের খুব কাছেই নেপাল চিন সীমান্তের তিব্বত এলাকাটি রয়েছে। এর জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন:করোনা আক্রান্ত আসানসোল পুরনিগমের মেয়রের স্ত্রী
২০১৫-র ২৫ এপ্রিলের শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। গোটা নেপালকে কাঁপিয়ে দিয়েছিল সেই ভূমিকম্প। দুর্যোগে লন্ডভন্ড অবস্থা হয়েছিল দেশটির। ধ্বংসস্তূপ থেকে প্রায় ৯ হাজার মানুষের দেহ উদ্ধার হয়েছিল। আহতের সংখ্যা ছিল ২২ হাজার। পর পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আতঙ্কে নেপাল। তবে কোনও ক্ষয়ক্ষতি, প্রাণহানির ঘটনা ঘটেনি।