fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসানসোলে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ল ট্রাক

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আসানসোলের ২ নং জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেলে। মঙ্গলবার সকালে আসানসোলের জামুড়িয়া থানার জেকে নগর মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। হোটেলে ট্রাকটি ঢুকে পড়ায় আহত হন ট্রাকের চালক ও হোটেলের এক কর্মচারী সহ তিনজন।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান হোটেলের অন্য কর্মীরা। রাজকুমার নামে হোটেল কর্মচারীর পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে পুলিশ আটক করে জামুড়িয়া থানায় নিয়ে যায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এলাকার ২ নম্বর জাতীয় সড়ক।

[আরও পড়ুন- বিজেপি নেতার গাড়িতে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ৩]

হোটেলের আহত কর্মচারী বলেন, আচমকাই  বোমা ফাটার মতো আওয়াজে ঘুম ভেঙে যায়। পুরো হোটেলের দেওয়াল কেঁপে উঠে। চোখ খুলে দেখি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়েছে হোটের পেছনের দরজার কাছে। সেইসময় হোটেলে লোকজন কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়।

হোটেলের মালিক পালোয়ান সিং বলেন,  করোনা আবহে এখন হোটেলে ভিড় কম। অন্য সময় খাটে অনেক ট্রাকের চালক ও খালাসি শুয়ে থাকে হোটেলের ভেতর ও বাইরে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই ঘটনায় অনেক  লোকের প্রাণহানি হতে পারতো।

Related Articles

Back to top button
Close