fbpx
আন্তর্জাতিক

দুই মন্ত্রীর একসঙ্গে পদত্যাগ, জোর ধাক্কা খেল বরিস জনসন সরকার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বরিস জনসন সরকারের দুই প্রভাবশালী সদস্য অর্থমন্ত্রী (চ্যান্সেলর) এবং স্বাস্থ্যমন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে এ দুজন বলেছেন, তারা দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বরিস জনসনের ওপর আর আস্থা রাখেন না। দুই মন্ত্রীর একসঙ্গে পদত্যাগে জোর ধাক্কা খেল বরিস জনসন সরকার।

চ্যান্সেলর রিশি সুনাক বলেছেন, জনগণ আশা করে যে সরকার ‘সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে’ পরিচালিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সেই সুরে মিলিয়ে বলেছেন, জনসন সরকার জাতীয় স্বার্থে কাজ করছে না।

এমপি ক্রিস পিনচারকে সরকারি ভূমিকায় নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার কয়েক মিনিট পরেই এ দুজন পদত্যাগ করেন।

বরিস জনসন স্বীকার করেছেন, তিনি এমপি পিনচারের আচরণ সম্পর্কে আগেই অভিযোগ করা হলেও তাকে এই বছরের শুরুতে ডেপুটি চিফ হুইপ নিযুক্ত করে একটি ‘ভুল’ করেছেন।

এ বিষয়ে বরিস জনসনের ভূমিকা বিরোধী দলের পাশাপাশি তার নিজের দলের কিছু এমপির তীব্র সমালোচনার মুখে পড়ে।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও মাইকেল গভসহ অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্য প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

 

Related Articles

Back to top button
Close