টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু উত্তরপ্রদেশ নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় ৬২৩ জন প্রার্থী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সকাল থেকেই কুয়াশা। সেই সঙ্গে রয়েছে কনকনে ঠাণ্ডা। তাও বুথে বাইরে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। আজ উত্তরপ্রদেশে ভোটগ্রহণ। টান টান উত্তেজনায় আজ নির্বাচনের প্রথম পর্ব শুরু। কড়া নিরাপত্তা সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। কোভিড প্রোটোকল মেনে চলছে ভোটগ্রহণ পর্ব।
সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাঠ অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে।
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরপ্রদেশে সরকারের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। সেই তালিকায় রয়েছেন সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ।
গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির হল হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ।
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। এছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল, শিবসেনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
উত্তর প্রদেশ বিধানসভা সকালেই রাজনগরের সেক্টর ম্যাজিস্ট্রেট পুনম যাদব জানান, সমস্ত করোনাবিধি অনুসরণ করা হচ্ছে। থার্মাল স্ক্রিনিং করেই ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে।
ভোট গ্রহণ শুরু হতে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘পেহেলে মতদান, ফির জলপান’। মোদী সাধারণ মানুষকে যত বেশি সংখ্যায় সম্ভব উপস্থিত হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে উন্নত উত্তরপ্রদেশ গড়ার ডাক দিয়ে ট্যুইট করেছেন অমিত শাহ। ট্যুইটে করেছেন রাহুল গান্ধিও লেখেন, ‘আসুন, একটি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভোটদান করুন। টুইট করেছেন করেন বিএসপি প্রধান মায়াবতীও।